Physiotherapy Care At Home in Gulshan(বাসায় ফিজিওথেরাপী সেবা)

Do you need Physiotherapy  Home care?

Currently  we offer Physiotherapy Home care by experienced Female & Male Physiotherapists In whole Dhaka city including Gulshan, Banani, Dhanmondi, Baridhara, Bashundhara, Niketan, Tejgaon, Mirpur, Mohammadpur, Moghbazar, Malibagh, Khilgaon, Rampura, Banasree, Cantonmet, Uttara, Azimpur, Badda.

we have experienced female physiotherapist for female patients.

এখন বিশেষজ্ঞ ফিজিওথেরাপী সেবা ঘরে বসেই পেতে পারেন,  বাসায় বসে ফিজিওথেরাপী সেবা পেতে যোগাযোগ করুন  01516771390, 01672037113physio2

Physiotherapy Home Service

We Provide Physiotherapy Home Service in Whole Dhaka city. We have Qualified & Experienced Male and Female Physiotherapists.

for more details Please call us 01672037113,01516771390

You should consult our experienced and certified ( Dhaka University ) Physiotherapists who can provide service according to your need. You can pay us daily, weekly basis.
We provide Professional Physiotherapy Service in Dhaka including Uttara, Gulshan, Niketan, Badda, Banani, Dhanmondi, Mirpur, Mohammadpur, Mohakhali, Mirpur DOHS, Nikunja, Khilkhet, Khilgaon, Bashundhara, Baridhara DOHS, Mirpur DOHS and other area as per request.

ঢাকা শহরের যে কোন স্থানে বাসায় ফিজিওথেরাপি সেবা দিয়ে থাকি,আমাদের অভিজ্ঞও দক্ষ মহিলা ও পুরুষ ফিজিওথেরাপিস্টরা বাসায় গিয়ে ফিজিওথেরাপি দিয়ে থাকে। স্ট্রোক, প্যারালাইসিস ও চলাচল করতে অক্ষম এমন সব রোগীদের বাসায় ফিজিওথেরাপি সেবা দেওয়া হয়, আমরা বাসায় ফিজিওথেরাপি দিয়ে থাকি কারণ আমরা কিছু রোগির অবস্থা ও ইঞ্জুরি বুঝতে পারি যে অবস্থায় তার পক্ষে পুর্নবাসন কেন্দ্রে বা ক্লিনিকে এসে ফিজিওথেরাপী নেওয়া অসম্ভব,অথবা হাসপাতালে ভর্তি রেখে বিশাল চিকিৎসা খরচ বহন করা অনেকের পক্ষেই অসম্ভব ,তাই তাদের জন্য ,আমাদের এই বাসায় ফিজিওথেরাপির বিশেষ সেবার ব্যাবস্থা। বাসায় ফিজিওথেরাপি সেবা নিতে চাইলে এখনি যোগাযোগ করুন ,আমাদের দক্ষ মহিলা ও পুরুষ ফিজিওথেরাপিষ্টরা আপনার বাসায় গিয়ে আপনাকে থেরাপি দিবে।

সেবা সমূহঃ
ঘাড়ব্যাথা ,
হাতব্যাথা,
হা্টু ব্যাথা
সায়াটিকা কোমর,
যে কোন জয়েন্ট শক্ত হয়ে যাওয়া,
মাংশপেশী ব্যাথা ও শুকীয়ে যাওয়া প্যারালাইসিস,
মুখ বেঁকে যাওয়া আর্থাইটিস,
ফ্রোজেন সোল্ডার হাত পা অবশ ও ঝিনঝিন করা,
বার্ধক্য জনিত ব্যাথা,
জন্মগত বিকলঙ্গ,
অটিজম রোগীদের বাসায় গিয়ে ফিজিওথেরাপী সেবা দেওয়া হয়।

বাসায় ফিজিওথেরাপি দেওয়ার সুবিধা
১।বৃদ্ধ/ প্রবীন ও অক্ষম স্ট্রোক , প্যারালাইসিস রোগীদের কষ্ট করে দূরে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় না।
২। ট্রাফিক জ্যামে মূল্যবান সময় নষ্ট হবেনা,
৩। আপনার পছন্দের সময় সেবা নিতে পারবেন।

যোগাযোগ করুনঃ ০১৬৭২০৩৭১১৩, ০১৫১৬৭৭১৩৯০

স্ট্রোক, প্যারালাইসিস পরবর্তী বাসায় ফিজিওথেরাপি চিকিৎসা সেবা

স্ট্রোক, প্যারালাইসিস পরবর্তী বাসায় ফিজিওথেরাপি চিকিৎসা সেবা। আমরা বাসায় ফিজিওথেরাপি দিয়ে থাকি কারণ আমরা কিছু রোগির অবস্থা ও ইঞ্জুরি বুঝতে পারি যে অবস্থায় একজন রোগীর পক্ষে পুর্নবাসন কেন্দ্রে বা ক্লিনিকে এসে ফিজিওথেরাপী নেওয়া অসম্ভব অথবা অনেকের কর্ম ব্যস্ততার জন্য সময় করে ফিজিওথেরাপী সেন্টারে বা হাপাতেলে গিয়ে ফিজিওথেরাপি সেবা নেওয়া অসম্ভব হয়ে গেছে। তাদের জন্য আমাদের এই বাসায় ফিজিওথেরাপির বিশেষ সেবার ব্যাবস্থা।

বাসায় ফিজিও সেবা সমূহঃ
@ ঘাড়, কোমর, মেরুদণ্ডের ব্যাথা
@ হাড় ও জোড়ার ক্ষয় বা বৃদ্ধি জনিত ব্যাথা
@ স্ট্রোক, প্যারালাইসিস জনিত শারীরিক প্রতিবন্ধকতা
@ ডিক্স প্রোলাপস, মাংসপেশি অবশ ও শুকিয়ে যাওয়া
@ সায়াটিকা, মহিলাদের কোমর, হাঁটু ও পায়ের ব্যাথা
@ যে কোন জয়েন্ট শক্ত হয়ে যাওয়া
@ শিশুর জন্মগত হাত ও পায়ের ত্রুটি
@ ক্রীড়া ও আঘাত জনিত ব্যাথা
@ মুখ বেঁকে যাওয়া বা ফেসিয়াল পালসি
@ আর্থাইটিস ও স্পনডাইলাইসিস জনিত ব্যাথা
@ ফ্রোজেন সোল্ডার হাত পা অবশ ও ঝিনঝিন করা,
@ বার্ধক্য জনিত ব্যাথা,
@ জয়েন্ট স্টিফনেস
@ অটিজম
@অপারেশন পরবর্তী রোগীদের বাসায় গিয়ে ফিজিওথেরাপী সেবা দেওয়া হয়।

 

For Home Visit Physiotherapy appointment call 01516771390

Physiotherapy Home care For Frozen Shoulder

কাঁধে ব্যাথা :
ফ্রোজেন শোল্ডারকে বাংলায় বলতে পারি হাতের সঙ্গে কাঁধের জয়েন্ট শক্ত হয়ে যাওয়া। কাঁধে যখন সব সময় ব্যথা হয় এবং রোগী নিজে নিজের বা চিকিৎসক রোগীর কাঁধের বিভিন্ন মুভমেন্ট করাতে পারে না তখন একে ফ্রোজেন শোল্ডার বা জমানো কাঁধ বলে। এক্ষেত্রে জয়েন্টের মধ্যকার সাইনোভিয়াল ফুইড নামক এক ধরনের তরল পদার্থ কমে যায়। ফলে শোল্ডার জয়েন্ট ধীরে ধীরে শক্ত হতে থাকে। ফ্রোজেন শোল্ডারকে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বলা হয়। এই রোগ সাধারণত ৪০-৬০ বছর বয়সের মানুষের বেশি হয়। তবে পুরুষের তুলনায় নারীদের বেশি হয়। ফ্রোজেন শোল্ডার একটি সেল্ফ লিমিটিং রোগ অর্থাৎ এটা আপনা আপনি ভাল হয়। তবে পাঁচ মাস থেকে তিন বছর সময় লাগে ভাল হতে। এই সময়ে যথোপযুক্ত চিকিৎসা এবং ব্যায়াম না হলে জয়েন্ট চিরস্থায়ীভাবে স্টিফ বা জমে যাওয়ার সম্ভাবনা থাকে।

# এই রোগে আক্রান্ত রুগীরা শোল্ডার জয়েন্টে ব্যথা, জয়েন্ট শক্ত হয়ে যাওয়া, জয়েন্ট নাড়ানোর ক্ষমতা কমে যাওয়া, আক্রান্ত পাশে ঘুমাতে না পারা, হাতে দুর্বলতা চলে আসা সহ নানা সমস্যার সম্মুখীন হয়।

# ফ্রোজেন শোল্ডার রোগীর কাছে ব্যথা প্রধান সমস্যা মনে হলেও এর মূল সমস্যা জয়েন্ট শক্ত হয়ে যাওয়া। ব্যথার ভয়ে হাত নাড়ানো রোগী যত বন্ধ রাখবেন, জয়েন্ট তত বেশি শক্ত হয়ে যাবে। তাই তাকে বোঝাতে হবে, ব্যথার ওষুধের চেয়ে হাত নাড়ানোর চিকিৎসা করা বেশি জরুরি। বেশিরভাগ রোগী ব্যথায় আক্রান্ত হবার দুই থেকে ছয় মাস পর তীব্র ব্যথা নিয়ে চিকিত্সকের কাছে আসেন। ফ্রোজেন সোল্ডারে ব্যথারওষুধের তেমন কোন ভূমিকা নেই। কাধে ব্যথা থেকে পরিত্রাণ পেতে রোগীকে অবশ্যই ফিজিওথেরাপি চিকিত্সা গ্রহণ করতে হবে। যারা ব্যথা শুরু হবার প্রারম্ভে চিকিত্সকের কাছে আসেন তারা দ্রুত আরোগ্য লাভ করেন। তবে যারা তীব্র ব্যথা নিয়ে চিকিত্সকের কাছে আসেন তাদের ব্যথা থেকে পরিত্রাণ পেতে মাস ব্যাপী বা তারও বেশী সময় নিয়ে চিকিত্সা নিতে হয়।

কাঁধ ব্যথায়
ইলেকট্রোথেরাপি ও ম্যানিপুলেশন থেরাপি’র সমন্বিত চিকিত্সা প্রয়োজন। রোগীকে সচেতনতার সাথে বিশেষজ্ঞ কতৃক প্রদর্শিত সকল ব্যায়াম রুটিন মাফিক করতে হবে। ডায়াবেটিস থাকলে তা নিয়ন্ত্রণে রাখতে হবে। কেউ উপদেশ দিক বা না দিক কাধে ব্যথা থাকলে অবশ্যই ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ মত চিকিত্সা গ্রহণ করবেন।

আমরা অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট দ্বারা বাসায় ফিজিওথেরাপি সেবা প্রদান করে থাকি। ফ্রোজেন শোল্ডার সঠিক সেবা পেতে এখনি যোগাযোগ করুন আমাদের সাথে।

01672037113, 01516771390

Physiotherapy Home service for Stroke patient

স্ট্রোক, প্যারালাইসিস পরবর্তী বাসায় ফিজিওথেরাপি চিকিৎসা সেবা। আমরা বাসায় ফিজিওথেরাপি দিয়ে থাকি কারণ আমরা কিছু রোগির অবস্থা ও ইঞ্জুরি বুঝতে পারি যে অবস্থায় একজন রোগীর পক্ষে পুর্নবাসন কেন্দ্রে বা ক্লিনিকে এসে ফিজিওথেরাপী নেওয়া অসম্ভব অথবা অনেকের কর্ম ব্যস্ততার জন্য সময় করে ফিজিওথেরাপী সেন্টারে বা হাপাতেলে গিয়ে ফিজিওথেরাপি সেবা নেওয়া অসম্ভব হয়ে গেছে। তাদের জন্য আমাদের এই বাসায় ফিজিওথেরাপির বিশেষ সেবার ব্যাবস্থা।

Contact: 01516771390,01672037113

সেবা সমূহঃ
@ ঘাড়, কোমর, মেরুদণ্ডের ব্যাথা
@ হাড় ও জোড়ার ক্ষয় বা বৃদ্ধি জনিত ব্যাথা
@ স্ট্রোক, প্যারালাইসিস জনিত শারীরিক প্রতিবন্ধকতা
@ ডিক্স প্রোলাপস, মাংসপেশি অবশ ও শুকিয়ে যাওয়া
@ সায়াটিকা, মহিলাদের কোমর, হাঁটু ও পায়ের ব্যাথা
@ যে কোন জয়েন্ট শক্ত হয়ে যাওয়া
@ শিশুর জন্মগত হাত ও পায়ের ত্রুটি
@ ক্রীড়া ও আঘাত জনিত ব্যাথা
@ মুখ বেঁকে যাওয়া বা ফেসিয়াল পালসি
@ আর্থাইটিস ও স্পনডাইলাইসিস জনিত ব্যাথা
@ ফ্রোজেন সোল্ডার হাত পা অবশ ও ঝিনঝিন করা,
@ বার্ধক্য জনিত ব্যাথা,
@ জয়েন্ট স্টিফনেস
@ অটিজম
@অপারেশন পরবর্তী রোগীদের বাসায় গিয়ে ফিজিওথেরাপী সেবা দেওয়া হয়।

Physiotherapy Home Care In Gulshan,Banani

আমরা অভিজ্ঞ ও দক্ষ ফিজিওথেরাপিস্ট দ্বারা বাসায় ফিজিওথেরাপি সেবা প্রদান করে থাকি। আমাদের ফিজিওথেরাপি সেবা পেতে  এখনি যোগাযোগ করুন , 01672037113, 01516771390
মহিলাদের জন্য আছে মহিলা ফিজিওথেরাপিস্ট।

আমাদের সেবা সমুহঃ
– স্ট্রোক জনিত প্যারালাইসিস
– জন্মগত বাঁকা পা বা ক্লাবফিট
– হাড় ক্ষয় জনিত ব্যথা, যেমন- সারভাইক্যাল ও লাম্বার স্পন্ডাইলোসিস, অষ্টিও-আরথ্রাইটিস ।
– বাত-ব্যথা
– কোমড় ব্যথা
– ঘাড় ব্যথা
– হাঁটু ও গোড়ালীর ব্যথা
– আঘাত জনিত ব্যথা
– ডিস্ক প্রলেপস জনিত ব্যাথা
– সায়াটিকা
– জয়েন্ট শক্ত হয়ে যাওয়া বা ফ্রোজেন সোল্ডার
– প্লাস্টার বা অপারেশন পরবর্তী জয়েন্ট স্টিফনেসস
– স্পাইনাল কর্ড ইনজুরি বা অন্য কারনে প্যারালাইসিস জনিত সমস্য্যা
– মুখ বেঁকে যাওয়া বা ফেসিয়াল পালসি
– বিভিন্ন ধরনের অপারেশন পরবর্তী সমস্যায়
আইসিইউ-তে অবস্থানকারী রোগীর জন্য
– গাইনোকলজিক্যাল সমস্যায় সেরিব্রাল পলসি (প্রতিবন্ধী শিশু)
– অ্যানকাইলজিং স্পন্ডাইলাইটিস
– পারকিন্সন ডিজিজ
– বার্ধক্যজনিত সমস্যা ইত্যাদি চিকিৎসার ক্ষেত্রে
ফিজিওথেরাপির ভূমিকা অপরিসীম।

ঘাড় ব্যথায় বাসায় ফিজিওথেরাপি

neck-ache-300x250

এক পরিসংখ্যানে দেখা গেছে, বেশিরভাগ মানুষই জীবনের কোনো না কোনো সময় ঘাড় ব্যথায় আক্রান্ত হয়েছেন।
ঘাড় ব্যথা কেন হয়
বয়স অনুসারে ঘাড় ব্যথা ভিন্ন ভিন্ন কারণে হয়ে থাকে। যেমন-
* শিশুদের ক্ষেত্রে টরটিকলিস বা হঠাৎ ঘাড়ের মাংসপেশি টেনে ধরা
* তরুণদের ক্ষেত্রে সারভাইক্যাল রিবস বা ঘাড়ের অতিরিক্ত হাড়ের কারণে ও সারভাইক্যাল ডিক্স প্রলেপস বা সারভাইক্যাল ডিস্ক ডিজিজ ইত্যাদি।
বয়স্কদের ক্ষেত্রে
* সারভাইক্যাল স্পনডাইলোসিস
* সারভাইক্যাল স্পনডাইলোলিসথেসিস
* সারভাইক্যাল ক্যানেল স্টেনোসিস বা স্পাইনাল ক্যানাল সরু হওয়া
* সারভাইক্যাল ডিক্স প্রলেপস বা হারনিয়েশন
* অস্টিওপরোসিস বা হাড়ের ক্ষয় ও ভঙ্গুরতা রোগ
* সারভাইক্যাল অস্টিও-আর্থ্রাইটিস
* হাড়ের ইনফেকশন

* ডিস্কাইটিস (ডিস্কের প্রদাহ)
* হাড় ও স্নায়ুর টিউমার
বাচ্চাদের টরটিকলিস কেন হয়
আমাদের সারভাইক্যাল স্পাইনের দুই পাশে দুটি প্রধান মাংসপেশি থাকে। এ মাংসপেশির নাম স্টারনোক্লাইডো মাস্টয়েড। এ মাংসপেশিটি আমাদের ঘাড়ের মুভমেন্ট বা নাড়াচড়া করতে সাহায্য করে। মাংসপেশি যখন কোনো কারণে হঠাৎ শক্ত হয়ে এক পাশে টেনে ধরে তখন এ অবস্থানকে টরটিকলিস বলে।

টরটিকলিসের চিকিৎসাঃ

এর প্রধান চিকিৎসা হল আক্রান্ত মাংসপেশিকে রিলাক্স করা। এক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসায় কিছু ম্যানুয়াল টেকনিক বা পদ্ধতি রয়েছে যাকে ম্যানুয়াল থেরাপি বলা হয় এর মাধ্যমে সহজেই মাংসপেশিকে রিলাক্স বা স্বাভাবিক করা সম্ভব।

সারভাইক্যাল স্পনডাইলোসিস কেন হয়ঃ

আমাদের বয়স্ক জনগোষ্ঠীর বেশিরভাগ মানুষই এর সঙ্গে পরিচিত। এ রোগটি বয়সজনিত মেরুদণ্ডের হাড়ের ক্ষয়জনিত রোগ। বয়স চল্লিশের ওপর গেলে যেমন- চুল পেকে যায় তেমনি মেরুদণ্ডের হাড় বা কশেরুকাগুলোরও ক্ষয় হতে থাকে। পাশাপাশি দুই কশেরুকার মধ্যবর্তী স্থান বা ইন্টারভার্টিব্র্যাল ডিস্ক স্পেস কমে যায় ও আক্রান্ত কশেরুকাগুলোতে ছোট ছোট হুকের মতো হাড় বৃদ্ধি পায় যাকে মেডিকেল পরিভাষায় অস্টিওফাইট বলে, যার ফলে আক্রান্ত নার্ভ রুটের ওপর চাপ পড়ে এবং রোগী ব্যথা অনুভব করেন।

কাদের বেশি হয়

মহিলা ও পুরুষ উভয়েরই হয়। তবে কিছু পেশার মানুষের বেশি হয়ে থাকে। যেমন- যারা কম্পিউটারে কাজ করেন, সামনে দিকে ঝুঁকে কাজ করেন, লেখালেখি করেন, গৃহিণী বা গৃহস্থালি কাজ করেন তারা বেশি আক্রান্ত হয়।

 

উপসর্গঃ

* ঘাড় ব্যথা এবং এ ব্যথা কাঁধ, বাহু, হাত ও আঙুল পর্যন্ত বিস্তৃত হতে পারে
* কাঁধ, বাহু, হাত ও আঙুলে অস্বাভাবিক অনুভূতি বা অবশ ভাব
* বাহু, হাত ও আঙুল দুর্বল হতে পারে
* সব সময় ঘাড় ধরে বা জমে (স্টিফনেস) আছে এবং আস্তে আস্তে বাড়তে থাকে
* ঘাড়ের মুভমেন্ট ও দাঁড়ানো অবস্থায় কাজ করলে ব্যথা বেড়ে যায়
* ঘাড় নিচু করে ভারি কিছু তোলা বা অতিরিক্ত কাজের পর তীক্ষ্ম ব্যথা
* হাঁচি, কাশি দিলে বা সামনে ঝুঁকলে ব্যথা বেড়ে যায়
* শরীরে অসহ্য দুর্বলতা লাগে, ঘুমের বিঘ্ন ঘটে এবং কাজ করতে অক্ষমতা লাগে, শারীরিক ভারসাম্য হারাবে
* প্রস্রাব ও পায়খানার নিয়ন্ত্রণ নষ্ট হবে।
* রাতে বেশি ব্যথা হলে বা ব্যথার জন্য ঘুম ভেঙে যায়
সারভাইক্যাল স্পনডাইলোসিসে ফিজিওথেরাপি
মেরুদণ্ডের হাড়ের মধ্যকার যে স্পেসটি কমে যায় সে স্পেস বাড়ানোর জন্য ফিজিওথেরাপি চিকিৎসা ইফেকটিভ বা ফলদায়ক। এক্ষেত্রে ট্রাকশনের মাধ্যমে স্পেসটি বাড়িয়ে দেই। পাশাপাশি কিছু এক্সারসাইজ বা ব্যায়ামের মধ্যে ঘাড়ের মাংসপেশিগুলোর শক্তি বৃদ্ধি করি, যেন পরবর্তীতে আবার স্পেসটি কমে না যায়।
ঘাড় ব্যথায় যারা আক্রান্ত হয়নি, তাদের জন্য পরামর্শ
* সামনের দিকে ঝুঁকে দীর্ঘক্ষণ কাজ করবেন না। কাজের মাঝে কিছু সময় বিশ্রাম নিন।
* যারা কম্পিউটারে কাজ করেন তাদের কম্পিউটারের মনিটর চোখের লেভেল অনুযায়ী রাখুন। যেন খুব বেশি ঝুঁকতে না হয়।
* শোবার সময় ১টা মধ্যম সাইজের বালিশ ব্যবহার করবেন যার অর্ধেকটুকু মাথা ও বাকি অর্ধেকটুকু ঘাড়ের দিকে থাকবে। আমরা অনেকেই নিচু বালিশ ব্যবহার করি যার ফলে আমাদের সারভাইক্যাল স্পাইনে যে স্বাভাবিক বক্রতাকে নষ্ট করে দেয়, তেমনি কেউ যদি খুব উঁচু বা ডাবল বালিশ ব্যবহার করেন সেক্ষেত্রে স্বাভাবিক বক্রতা নয় হয়।
* যাদের সারভাইক্যাল স্পাইনের ডিস্ক স্পেস কমে যাওয়ার কারণে ঘাড় ব্যথায় ভুগছেন তারা ভ্রমণের সময় Cervical Collar ব্যবহার করবেন। যাতে গাড়ির ঝাঁকুনিতে ডিস্ক স্পেস আরও কমে না যায়।
* সর্বোপরি ঘাড়ের মাংসপেশির শক্তি ঠিক রাখার জন্য ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ব্যায়াম করুন।
আমরা বাসায় ফিজিওথেরাপি সেবা দিয়ে থাকি। বাসায় ফিজিওথেরাপি সেবা নিতে চাইলে যোগাযোগ করুন 01672037113, 01516771390।

স্ট্রোক, প্যারালাইসিস পরবর্তী বাসায় ফিজিওথেরাপি সেবা

স্ট্রোক, প্যারালাইসিস পরবর্তী বাসায় ফিজিওথেরাপি সেবা, আমারা ঢাকা শহরের যেকোন স্থানে বাসায় ফিজথেরাপি সেবা দিয়ে থাকি। মহিলা রোগিদের জন্য আছে অভিজ্ঞ মহিলা ফিজিওথেরাপিস্ট।

আমরা বাসায় ফিজিওথেরাপি দিয়ে থাকি কারণ আমরা কিছু রোগির অবস্থা ও ইঞ্জুরি বুঝতে পারি যে অবস্থায় তার পক্ষে পুর্নবাসন কেন্দ্রে বা ক্লিনিকে এসে ফিজিওথেরাপী নেওয়া অসম্ভব,তাই তাদের জন্য ,আমাদের এই বাসায় ফিজিওথেরাপির বিশেষ সেবার ব্যাবস্থা।

আপনার কি বাসায় ফিজিওথেরাপি প্রয়োজন?
তাহলে এখনি যোগাযোগ করুন 01672037113, 01516771390 মোবাইল নাম্বারে ,আমাদের ফিজিওথেরাপিষ্টরা সর্বদাই সেবা প্রদানে প্রস্তুত।

সেবা সমূহঃ

@ঘাড়ব্যাথা ,হাতব্যাথা,
@ হা্টু ব্যাথা
@সায়াটিকা কোমর,
@যে কোন জয়েন্ট শক্ত হয়ে যাওয়া,
@মাংশপেশী ব্যাথা ও শুকীয়ে যাওয়া প্যারালাইসিস,
@মুখ বেঁকে যাওয়া আর্থাইটিস,
@ফ্রোজেন সোল্ডার হাত পা অবশ ও ঝিনঝিন করা,
@বার্ধক্য জনিত ব্যাথা,
@জন্মগত বিকলঙ্গ,
@অটিজম রোগীদের বাসায় গিয়ে ফিজিওথেরাপী সেবা দেওয়া হয়।

বাসায় ফিজিওথেরাপি দেওয়ার সুবিধা সমূহ:

১। ট্রাফিক জ্যামে মূল্যবান সময় নষ্ট হবেনা, কারণ আমাদের দক্ষ ফিজিওথেরাপিষ্টরা বাসায় গিয়ে ফিজিওথেরাপি সেবা দিবে।
২।বৃদ্ধ/ প্রবীন ও অক্ষম স্ট্রোক , প্যারালাইসিস রোগীদের কষ্ট করে দূরে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় না।
৩। রোগীর অবস্থা অনুযায়ী সময় করে থেরাপী দেয়া ও দীর্ঘ সময় রোগীকে সেবা প্রদান ।
৪।আমাদের ফিজিওথেরাপিস্টরা দীর্ঘ কয়েক বছর যাবত সুনামের সাথে বাসায় ফিজিওথেরাপি সেবা প্রদান করে আ্সছেন
৫।রোগীর সুবিধা সময়ে বাসায় ফিজিওথেরাপি দেওয়ার সুবিধা।
৬।মহিলা রোগীদের জন্য মহিলা ফিজিওথেরাপিষ্ট

ফিজিওথেরাপির প্রকৃত সেবা পেতে সর্বদাই আমাদের অভিজ্ঞ ফিজিওথেরাপিষ্টের শরনাপন্ন হওয়া উচিত।

Physiotherapy at Home In Dhaka for Stroke patient.

 

স্ট্রোক, প্যারালাইসিস পরবর্তী বাসায় ফিজিওথেরাপি সেবা , আমারা ঢাকা শহরের সব স্থানে বাসায় ফিজথেরাপি সেবা দিয়ে থাকি। মহিলা রোগিদের জন্য আছে অভিজ্ঞ মহিলা ফিজিওথেরাপিস্ট।

আমরা বাসায় ফিজিওথেরাপি দিয়ে থাকি কারণ আমরা কিছু রোগির অবস্থা ও ইঞ্জুরি বুঝতে পারি যে অবস্থায় তার পক্ষে পুর্নবাসন কেন্দ্রে বা ক্লিনিকে এসে ফিজিওথেরাপী নেওয়া অসম্ভব,তাই তাদের জন্য ,আমাদের এই বাসায় ফিজিওথেরাপির বিশেষ সেবার ব্যাবস্থা।
আপনার কি বাসায় ফিজিওথেরাপি প্রয়োজন?
তাহলে এখনি যোগাযোগ করুন বিক্রয় ডট কমে উল্লেখিত মোবাইল নাম্বারে ,আমাদের ফিজিওথেরাপিষ্টরা সর্বদাই সেবা প্রদানে প্রস্তুত।

সেবা সমূহঃ
@ঘাড়ব্যাথা ,
@হাতব্যাথা,
@ হা্টু ব্যাথা
@সায়াটিকা কোমর,
@যে কোন জয়েন্ট শক্ত হয়ে যাওয়া,
@মাংশপেশী ব্যাথা ও শুকীয়ে যাওয়া প্যারালাইসিস,
@মুখ বেঁকে যাওয়া আর্থাইটিস,
@ফ্রোজেন সোল্ডার হাত পা অবশ ও ঝিনঝিন করা,
@বার্ধক্য জনিত ব্যাথা,
@জন্মগত বিকলঙ্গ,
@অটিজম রোগীদের বাসায় গিয়ে ফিজিওথেরাপী সেবা দেওয়া হয়।

#বাসায় ফিজিওথেরাপি দেওয়ার সুবিধা সমূহ
১। ট্রাফিক জ্যামে মূল্যবান সময় নষ্ট হবেনা, কারণ আমাদের দক্ষ ফিজিওথেরাপিষ্টরা আপনার বাসায় গিয়ে আপনাকে থেরাপি দিবে।

২।বৃদ্ধ/ প্রবীন ও অক্ষম স্ট্রোক , প্যারালাইসিস রোগীদের কষ্ট করে দূরে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় না।

৩। রোগীর অবস্তা অনুজায়ী সময় করে থেরাপী দেয়া ও দীর্ঘ সময় রোগীকে দেখানো।
৪।আমাদের দক্ষ ফিজিওথেরাপি ডাক্তার ৭ বছর যাবত সুনামের সাথে বাসায়
৫।রোগীর সুবিধা সময়ে বাসায় ফিজিওথেরাপি দেওয়ার সুবিধা।
৬।মহিলা রোগীদের জন্য মহিলা ফিজিওথেরাপিষ্ট

আমাদের সেবার স্থানঃ Any Aria of Dhaka City
ফিজিওথেরাপির প্রকৃত সেবা পেতে সর্বদাই আমাদের অভিজ্ঞ ফিজিওথেরাপিষ্টের শরনাপন্ন হওয়া উচিত।

মুখ বেঁকে যাওয়া রোগীদের বাসায় ফিজিওথেরাপি

মুখ হঠাৎ বেঁকে গেলে

 

তুলি আগামীবার এসএসসি পরীক্ষা দেবে। একদিন সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করতে গিয়ে হঠাৎ লক্ষ্য করল তার মুখ একদিকে বাঁকা হয়ে গেছে, ডান চোখ বন্ধ হচ্ছে না, কুলি করতে গেলে অন্য পাশে চলে যায়। তুলি ভয়ে চিৎকার করে কান্নাকাটি শুরু করল। চিৎকার শুনে তুলির মা দৌড়ে এলেন। মেয়েকে দেখে মা চিন্তায় পড়ে গেলেন। তুলির বাবা অফিসে চলে গিয়েছিলেন। মেয়ের অসুস্থতার কথা শুনে অফিস থেকে তাড়াতাড়ি বাসায় ফিরলেন।

মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাবেন কিন্তু কোন বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন তা নিয়ে চিন্তায় পড়ে গেলেন। কারণ একদিকে মুখে সমস্যা অন্যদিকে চোখ বন্ধ হয় না, দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন। এমন সময় তুলির এক আত্মীয় বললেন, আমার এই ধরনের সমস্যা হয়েছিল একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ ও চিকিৎসায় আমি ভালো হয়েছি। মেয়েকে ওই ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার সাহেব রোগের বর্ণনা শুনে তুলিকে আশ্বস্ত করলেন। বললেন, এটাকে ফেসিয়াল পলসি বা বেলস পলসি বলা হয়। এই রোগ নিয়ে ভয়ের কিছু নেই তবে শুধু ওষুধে এটা ভালো হয় না। ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে ও কিছু ব্যায়াম ও নিয়মকানুন মেনে চললে রোগী সুস্থ হয়ে যাবে।

তুলির বাবা-মা কিছুটা স্বস্তি পেলেও টেনশনমুক্ত হতে পারলেন না কারণ সামনে মেয়ের এসএসসি পরীক্ষা। তাই তুলির বাবা মেয়েকে নিয়ে গেলেন আরেকজন নিউরো মেডিসিন বিশেষজ্ঞের কাছে। তিনিও একই কথা বললেন।

ফেসিয়াল পলসি বা বেলস পলসি কী

এটা এক ধরনের প্যারালাইসিস। আমাদের সপ্তম ক্রেনিয়াল নার্ভটিকে ফেসিয়াল নার্ভ বলে। যখন এটি আংশিক বা সম্পূর্ণ প্যারালাইজড হয়ে যায় তখন তাকে ফেসিয়াল প্যারালাইসিস বা পলসি বলা হয়। জন বেল নামের এক ভদ্রলোক এই রোগটি প্রথম আবিষ্কার করেন সেজন্য একে বেলস পলসিও বলা হয়।

কাদের বেশি হয়

এটি যে কোনো বয়সের মহিলা ও পুরুষের হতে পারে, তবে পুরুষের তুলনায় মহিলাদের এই রোগটি বেশি দেখা যায়।

কেন হয়

* ভাইরাল ইনফেকশন

* মধ্য কর্ণে ইনফেকশন

* ঠাণ্ডাজনিত কারণ

* আঘাতজনিত

* মস্তিষ্কের স্ট্রোকজনিত কারণ

* ফেসিয়াল টিউমার

* কানের অপারেশন পরবর্তী ফেসিয়াল নার্ভ ইনজুরি ইত্যাদি

লক্ষণ

* আক্রান্ত রোগীর মুখ একদিকে বাঁকা হয়ে যায়

* আক্রান্ত পাশের চোখ বন্ধ হয় না ও চোখ দিয়ে পানি পড়ে

* কুলি করতে গেলে অন্য পাশে চলে যায়

* খাবার গিলতে কষ্ট হয়

* কপাল ভাঁজ করতে পারে না

* অনেক সময় কথা বলতে কষ্ট হয়

রোগ নির্ণয়

বিশেষজ্ঞ চিকিৎসক ক্লিনিক্যাল পরীক্ষা-নিরীক্ষা করে ও রোগীর ইতিহাস জেনে রোগ নির্ণয় করতে পারেন, তবে অনেক সময় কিছু প্যাথলজিক্যাল ও রেডিওলজিক্যাল পরীক্ষা করার প্রয়োজন পড়ে। যেমন-

  •  কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ ইএসআর
  • এক্স-রে অফ টিএম (টেম্পরো-মেন্ডিবুলার) জয়েন্ট
  •  নার্ভ কন্ডাকশন ভেলসিটি (এনসিভি) অফ ফেসিয়াল নার্ভ।

 

চিকিৎসা

 চিকিৎসা কারণের ওপর নির্ভর করে। ওষুধ কারণ অনুযায়ী ভিন্ন ভিন্ন, তবে সব ক্ষেত্রেই ওষুধের পাশাপাশি মূল চিকিৎসা হল ফিজিওথেরাপি।

ফিজিওথেরাপি চিকিৎসক রোগীর অবস্থা অনুযায়ী বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট প্লান করে থাকেন তার মধ্যে

* প্রোপ্রাইওসেপ্টিভ নিউরো মাস্কুলার ফ্যাসিলিটেশন

* ইনফ্রারেড রেডিয়েশন থেরাপি

* ইলেকট্রিক্যাল স্টিমুলেশন থেরাপি

* অ্যাক্টিভ ও প্যাসিভ ফ্যাসিয়াল মাসল এক্সারসাইজ

* স্পিচ রি-এডুকেশন থেরাপি

* ব্যালুনিং এক্সারসাইজ

* রিংকলিং এক্সারসাইজ ইত্যাদি

অনেক সময় হাসপাতালে ভর্তি থেকে বা বাসায় ফিজিওথেরাপিস্ট দিয়ে দিনে ২-৩ বার ফিজিওথেরাপি নিলে দ্রুত সুস্থ হওয়া যায়।

 রোগীর সতর্কতা

  •   বাইরে বা রোদে গেলে চোখে সানগ্লাস ব্যবহার করতে হবে যেন আক্রান্ত চোখে ধুলাবালি ঢুকতে না পারে।
  • আইসক্রিম ও ফ্রিজের ঠাণ্ডা খাবার খাওয়া যাবে না
  • ঠাণ্ডা আবহাওয়া থেকে দূরে থাকতে হবে
  • চিকিৎসা চলাকালীন রোগীর কিছু নিয়মকানুন মেনে চলতে হবে।

 

  •  রাতে ঘুমানোর সময় আক্রান্ত চোখের ওপর রুমাল বা নরম কাপড় দিয়ে রাখতে হবে যাতে কোনো কিছু চোখের মধ্যে না পড়ে।
  •  চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যায়াম করতে হবে।

 

আমরা বাসায় গিয়ে মুখ বাঁকা রোগীদের ফিজিওথেরাপি দিয়ে থাকি, আমাদের আছে বিশেষজ্ঞ ও অভিজ্ঞ মহিলা ও পুরুষ ফিজিওথেরাপিস্ট। বাসায় ফিজিওথেরাপি সেবা পেতে চাইলে এখনি যোগাযোগ করুন 01516771390,01672037113