স্ট্রোক, প্যারালাইসিস পরবর্তী বাসায় ফিজিওথেরাপি চিকিৎসা সেবা

স্ট্রোক, প্যারালাইসিস পরবর্তী বাসায় ফিজিওথেরাপি চিকিৎসা সেবা। আমরা বাসায় ফিজিওথেরাপি দিয়ে থাকি কারণ আমরা কিছু রোগির অবস্থা ও ইঞ্জুরি বুঝতে পারি যে অবস্থায় একজন রোগীর পক্ষে পুর্নবাসন কেন্দ্রে বা ক্লিনিকে এসে ফিজিওথেরাপী নেওয়া অসম্ভব অথবা অনেকের কর্ম ব্যস্ততার জন্য সময় করে ফিজিওথেরাপী সেন্টারে বা হাপাতেলে গিয়ে ফিজিওথেরাপি সেবা নেওয়া অসম্ভব হয়ে গেছে। তাদের জন্য আমাদের এই বাসায় ফিজিওথেরাপির বিশেষ সেবার ব্যাবস্থা।

বাসায় ফিজিও সেবা সমূহঃ
@ ঘাড়, কোমর, মেরুদণ্ডের ব্যাথা
@ হাড় ও জোড়ার ক্ষয় বা বৃদ্ধি জনিত ব্যাথা
@ স্ট্রোক, প্যারালাইসিস জনিত শারীরিক প্রতিবন্ধকতা
@ ডিক্স প্রোলাপস, মাংসপেশি অবশ ও শুকিয়ে যাওয়া
@ সায়াটিকা, মহিলাদের কোমর, হাঁটু ও পায়ের ব্যাথা
@ যে কোন জয়েন্ট শক্ত হয়ে যাওয়া
@ শিশুর জন্মগত হাত ও পায়ের ত্রুটি
@ ক্রীড়া ও আঘাত জনিত ব্যাথা
@ মুখ বেঁকে যাওয়া বা ফেসিয়াল পালসি
@ আর্থাইটিস ও স্পনডাইলাইসিস জনিত ব্যাথা
@ ফ্রোজেন সোল্ডার হাত পা অবশ ও ঝিনঝিন করা,
@ বার্ধক্য জনিত ব্যাথা,
@ জয়েন্ট স্টিফনেস
@ অটিজম
@অপারেশন পরবর্তী রোগীদের বাসায় গিয়ে ফিজিওথেরাপী সেবা দেওয়া হয়।

 

For Home Visit Physiotherapy appointment call 01516771390

Leave a comment